যোগাযোগ ব্যবস্থা ১। বাস ২। রেল্ওয়ে ৩। সিএনজি ,অটোরিক্সা ও ভ্যান রিক্সা ৪। নৌকা যোগাযোগের অবকাঠামো ও ভৌত বৈশিষ্ট্য সমূহঃ পিংনা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত, এই ইউনিয়নটি সদর উপজেলা দূরত হওয়া সত্বেও মাত্র আট কিলোমিটার রাস্তা পাঁকা। কিন্তু প্রত্যন্ত গ্রামগুলোর রাস্তা খুবই খারাপ অবস্থায় বিরাজমান। কয়েকটা গ্রামের মানুষ নৌকা দিয়ে আসতে হয়। তাদের যোগাযোগের তেমন কোন রাস্তা নেই। বর্ষা মৌসুমে হাটু পানিতে নেমে আসতে হয়। কাঁচা রাস্তা ৬৪ কি.মি. ব্রীজ ১টি, কালবার্ট- ২৪ টি খেয়াঘাট-৩টি, বাজার ৩টি, ইউনিয়ন পরিষদ ১টি, ডাকঘর-১টি, ইউনিয়নে মোট জনসংখ্যা ৩৩,৯৫৯জন .
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস